আসছে ২২ শে ফেব্রুয়ারী’১৮ খুলনা জেলার কয়রা থানার শ্রীরামপুর ‘‘জাগ্রত যুব সংঘের’’ উদ্যোগে ৮ দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে। উক্ত টুর্নামেন্টে আর্থিকসহ সার্বিক সহয়াতা করেন স্বাধীন টিভির চেয়ারম্যান মির্জা আজমে। উক্ত টুর্নামেন্ট উদ্ভোধন করবেন মির্জা আজম, চেয়ারম্যান স্বাধীন টিভি ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম ইনভেষ্টিগেশন সোসাইটি। পুরো টুর্নামেন্ট জুড়ে সাজানো হয়েছে, বিশেষ আকর্ষনীয় পুরস্কার। পুরস্কার যা থাকবে, ১) ১০০ সি,সি মটর সাইকেল, ২) ফ্রিজ, সহ বিশেষ বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, মো: শামিম রেজা (সভাপতি জগ্রত যুব সংঘ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জি, এম মাহবুবুল আলম, (কোষাধ্যক্ষ বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখা)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলার গণ্যমাণ্য অতিথিবৃন্দ ।ব্যবস্থাপনায় মো: শাহিনূর আলম, স্বাধীন টিভি।
উক্ত টুর্নামেন্টর বিশেষ আকর্ষন নারী ক্রিকেটর অংশগ্রহন ও জাতীয় পর্যায়ের খেলোয়ারা অংশগ্রহণ করবেন।
টুর্নামেন্ট জুড়ে জাগ্রত যুব সংঘের সকল সদস্য ও এলাকার জন মনে টুর্নামেন্ট আয়োজনে আগ্রহের জুয়ার বইছে।
Development by: webnewsdesign.com