ঘর- সংসারের পাঠ চুকেছে সেই কবে। তারপর জীবনের বিভিন্ন মোড়ে সাক্ষাৎ হয়েছে প্রেমিকের সঙ্গে। কিন্তু ঘর বাঁধা আর হয়ে ওঠেনি। তবে ইদানীং সিনেমহলে কান পাতলে শোনা যাচ্ছে নতুন করে সংসার বাঁধার স্বপ্ন দেখছেন অভিনেত্রী। যদিও স্বপ্নটা বিয়ের দুনিয়ায়্। স্বস্তিকার বলি সফরের রেলগাড়ি প্রথম ষ্টেশন ছাড়িয়ে দ্বিতীয় ষ্টেশনে পা রেখেছে। আর এবারও তার সফরসঙ্গী সেই সুশান্ত সেং রাজপুত। বিখ্যাত কাষ্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার প্রথম হিন্দি ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।
Development by: webnewsdesign.com