রাশিয়ার সামারা অ্যারিনার সুন্দর শ্যামল মাঠ খেলার দুর্দান্ত গতিতে মনে হচ্ছিল যেন উত্তাল সমুদ্রে পরিনত হয়েছিল। ঢেউয়ের তালে ফুটবল পাশ বদল করছে বার বার। পাশ বদলের এই ধারায় জয়ের হাতছানি দিয়ে ইংল্যান্ড দুটি গোল করে জয়ের আনন্দে উল্লাসে আত্নহারা হয়ে পরে। বিপক্ষে সুইডেন ২-০ গোলে হেরে দুঃখের মর্ঝনায়। দু ফোটা চোখের জল নিয়েই মাঠ থেকে বিদায় নিতে হয়। আশায় নিরাশ হয়ে। ২-০ গোলে বিজয়ী ইংল্যান্ড ২৮ বছর পর সেমি ফাইালে আসার সুযোগ করে নেয়।
Development by: webnewsdesign.com