গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালে উপলক্ষ্যে বসেছিলো তারার মেলা । পরীর সাজে মঞ্চে আসেন পাঁচ তরুনী । আলোক উজ্জ্বল মঞ্চে তাঁরা কখনো নৃত্যে মাতিয়ে রাখেন সম্মেলন কেন্দ্রে উপস্থিত সকল দর্শক শ্রোতাদের ।
সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে সৌন্দর্যের পাশাপাশি বুদ্ধিমত্তা প্রর্দশন করে লাক্স চ্যানেল আই সুপার স্টার নির্বাচিত হয়েছেন মিম মানতাশা । প্রতিযোগীতার কঠিন ধাপ পেরিয়ে বিচারক ও দর্শকের ভোটের পাশাপাশি সামগ্রীক পারফরমেন্স বিচারে এবারের আসরের সেরা মুকুট পড়লেন তিনি। পুরষ্কার হিসেবে পান পাঁচ লাখ টাকা ও ব্যান্ড নিউ একটি গাড়ী।
Development by: webnewsdesign.com