ব্রেকিং

x

সিরিজ জয়ের লক্ষ্যেই নামবে দু দল

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৮ | ৫:০৩ অপরাহ্ণ | 1252 বার

সিরিজ জয়ের লক্ষ্যেই নামবে দু দল
স্পোর্টস ডেস্ক

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ – শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এর পূর্বে দুই দলের মধ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত  প্রথম ম্যাচ ড্র হয়েছে।

সিরিজ নির্ধারন টেস্টে নামার আগে  ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই অধিনায়ক দল নিয়ে নিজেদের আশা আকাঙ্ক্ষার কথা জানান।
বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ মনে করেন, চট্টগ্রাম টেস্টে রান এসেছে প্রচুর। তাই দুই দলের ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে। কিন্তু ঢাকা টেস্টে রান করাটা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। এখানে বোলারদের ভালো করার সম্ভাবনা বেশি।
ঢাকা টেস্টের উইকেট পিচ কেমন হতে পারে এমন প্রশ্নের উত্তরে মাহমুদুল্লা রিয়াদ বলেন, পিচ দেখে ড্রাই মনে হলো। বোলাররা সুযোগ পেলেও ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হবে। আগের সিরিজেও দেখা গেছে যে এখানে বোলারদের জন্য কিছুটা সুযোগ ছিল। ব্যাটসম্যাদের জন্য মনোযোগটা গুরুত্বপূর্ণ। তারা যদি তাদের সেরাটা দিতে পারে তাহলে আশা করি, আমরা ভালো একটা স্কোর দিতে পারব।



গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর সাকিব আল হাসান টেস্ট সিরিজে খেলতে পারছেন না। সাকিবকে নিয়ে মাহমুদুল্লাহ বলেন, আসলে সাকিবের অভাব পুরণ করাটা আমাদের পুরো টিমের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়, ওয়ার্ল্ড ক্লাস বোলার ও ব্যাটসম্যান। সবদিক থেকেই সে এগিয়ে। কিন্তু আমাদের যে স্পিন অ্যাটাক আছে হয়তো তাদের দিয়ে আমরা সাকিবের অভাব পুরণ করতে পারব।

অপরদিকে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল ঢাকা টেস্ট শুরুর আগেও বদলে যাওয়া বাংলাদেশকে মোটেও ছোট করে দেখছেন না।

এ প্রসঙ্গে চান্ডিমাল বলেন, তারা (বাংলাদেশ) সত্যিই ভালো, বিশেষ করে ঘরের মাঠে। তারা এখানে ভালো পারফর্ম করছে। আমরা কখনো তাদের ছোট করে দেখিনি। তারা সত্যিই ভালো ক্রিকেট খেলছে। ওয়ানডের তুলনায় টেস্ট দলে আমাদের বেশি অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। এখানেও ভালো করা আমাদের জন্য চ্যালেঞ্জিং তবে কন্ডিশন ও তাদের খেলোয়াড় বিবেচনায় আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আমরা সেগুলো বাস্তবায়ন করতে চাই।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাতশ’র বেশি রান করেও জয়ের স্বাদ নিতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশও প্রথম ইনিংসে ৫ শতকের উপরে রান করে দলের সেরা দিতে চেষ্টা করেছে। দেখা যাবে আগামী দিনের খেলায় কোন দল তাদের সেরাটা মাঠে দিতে পারে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com