ব্রেকিং

x

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ আহত ৭০

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ | ১০:৩৮ অপরাহ্ণ | 146 বার

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ আহত ৭০
সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার কলেজ রোডে এ ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশ ঘিরে সিরাজগঞ্জ শহরে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কিছু হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।



আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ রোডে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বিকেল ৪টার দিকে এ স্থানের সংঘর্ষ নিয়ন্ত্রণে আসলেও পরে তা শহরের দত্তবাড়ি সড়ক, ইলিয়ট ব্রিজ ও রেলগেট এলাকায় ছড়িয়ে পড়ে।

এ ঘটনার জন্য বিএনপি ও আওয়ামী লীগ নেতারা পরস্পরকে দায়ী করেছেন। তবে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশও হয়েছে।

জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শহরের ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগের বিরুদ্ধে উসকানিমূলক শ্লোগান দেয় এবং ব্যানার ছিঁড়ে ফেলে। এতে বাধা দিলে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন কাটাখালি সেতুর কাছে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তাদের ২০/২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন যুবলীগ নেতা জুয়েল।

sirajgaonj

পাল্টা অভিযোগ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানস বাচ্চু বলেন, নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসার পথে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা তাতে অতর্কিত হামলা চালায়। এতে তাদের ৩০/৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে এক সমাবেশের আহবান করে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় মিছিলে বাধা দিলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার শরাফত হোসেন বলেন, সংবাদ পেয়ে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন কাটাখালি সেতুর কাছে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ সময় বিপুল সংখ্যক টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এ স্থানটিতে সংঘর্ষ থেমে গেলেও পরবর্তীতে তা শহরের কয়েকটি স্থানে ছড়িয়ে পড়েছে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ৩:৪৩ অপরাহ্ণ
  • ৫:২৩ অপরাহ্ণ
  • ৬:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com