সারা দেশ ব্যাপী আশঙ্কাজনভাবে অসংখ্য ডিগ্রী ধারী ভূয়া ডাক্তারের মিলন মেলায় পরিনত হয়েছে। বিভিন্ন স্থানে চমদ প্রদ বংবাহারী বহুমূখী ডিড়্রীধারী সাইন বোর্ড লাগিয়ে রোগীদেরকে প্রতারিত করে বেড়াচ্ছে তারা। সে কারনে চিবিৎসা ক্ষেত্রে ব্যাপক অরাজকতার সৃষ্টি হয়েছে। অপ চিকিৎসায় প্রান হারাতে হচ্ছে বহু রোগীর। গত ছয় মাসে সারা দেশে চিকিৎসা ও ভ’য়া ডাক্তারের অপচিকিৎসার কারনে সাড়ে চারশত রোগীর করুন মৃত্যু হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে অদক্ষ ভূয়া ডিগ্রীধারী ডাক্তারদের ভূল চিকিৎসায় রোগীর অবস্থা খারাপ হবার কারনে অল্প সময়ে অকাল মৃত্যুতে নিভে গেছে অনেক রোগীর জীবন প্রদীপ। বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল হিসেবে রাজধানীতেই আড়াই হাজার ভূয়া ডাক্তার রয়েছে। এবং সারা দেশে এর সংখ্যা ২০হাজারের ও বেশী তবে বাস্তব ক্ষেত্রে বি এম ডি সির দেওয়া পরিসংখানের চেয়েও বেশী ভূয়া ডাক্তার দেশ ব্যাপী প্রভাব বিস্তার করে চলেছ্ এসব ভূয়া ডাক্তারের পাশাপাশি জাল ডিগ্রী ধারী বিশেষস্থ চিকিৎসকের সংখ্যাও কম নয়। তারা এম বি বি এস পাশ করে নামে আগে পিছে দেশ বিদেশের ডিগ্রী লাগিয়ে বছরের পর বছর রোগী দেখে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। গত কয়েক মাসে ভ্রাম্যমান আদালতের অভীযানে অর্ধ শতাধিক ভূয়া ডাক্তারের আটকসহ জেল জরিমানা হয়েছে। এই অপচিকিৎসা রোধে এর বিরুদ্ধে কঠোর ব্যাবস্থার লক্ষে বি এম ডি সি ে সাজানো খুবই জরুরী।
Development by: webnewsdesign.com