ঠাকুরগাঁও জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় দুই পলিটেকনিক শিক্ষার্থী ৫০ জন দরিদ্র- অসহায় বৃদ্ধা নারী -পুরুষদের মাঝে সাবান, মাস্ক, ও শুকনা খাবার বিতরণ করেছে।
ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষার-এর সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের, ডাঙ্গাপাড়া, চৌটাকী ও বাহারজিলা গ্রামে সর্বমোট ৫০ জন দরিদ্র-অসহায় বৃদ্ধা নারী -পুরুষদের মাঝে এসব উপকরণ ও খাবার বিতরণ করা হয়।
জানা যায়, লাইফ লাইন পলিটেকনিক ইন্সটিটিউট ঠাকুরগাঁওয়ের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী প্রিয়রঞ্জন এবং সোস্যাল পলিটেকনিক ইনস্টিটিউট-ঠাকুরগাঁওয়ের সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী সুজন শর্মা এসকল মাস্ক, সাবান ও শুকনো খাবার বিতরণ করে।
এসময় ঐ দুইজন শিক্ষার্থী জানায় গ্রাম অঞ্চলে করোনাভাইরাস প্রতিরোধে মানুষ সচেতন খুব বেশি নয় এবং এ এলাকার বৃদ্ধারা মাস্ক ব্যবহার করছে না,অনেক ক্ষেত্রে দেখা গেছে যে, গ্রাম্য অঞ্চলে বৃদ্ধাদের ছেলে সন্তান থাকলেও পরিবারের সবাই সচেতন অতচ বৃদ্ধাদের নিজ পরিবার থেকে মাস্ক কিনে দেয়া হয়নি,সাবানও ব্যবহারের ক্ষেত্রেও তেমন সচেতন নয়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষার এর সার্বিক সহযোগিতায় এবং আমাদের নিজস্ব অর্থায়নে দরিদ্র- অসহায় বৃদ্ধা নারী -পুরুষদের মাঝে সাবান, মাস্ক, ও শুকনা খাবার বিতরণ করেছি।
Development by: webnewsdesign.com