ব্রেকিং

x

সাবধান হ্যাকারদের অনলাইন প্রতারনা

বুধবার, ০৯ মে ২০১৮ | ৫:১৯ অপরাহ্ণ | 1251 বার

আজকাল সারা দেশে অনলাইন ফেসবুকে হ্যাকারদের প্রতারনা বেড়েই চলেছে । এ থেকে সবাইকে সাবধান হওয়া দরকার। যথন তখন ফেসবুকে ম্যাসেঞ্জারে নিউজ পোর্টালে লিঙ্ক পাঠিয়ে আই ডি টি ছিনতাই হয়ে যাচ্ছে। এমনি এক ঘটনায় জানা যায়,সুর্বনা নামের এক মেডিকেলের ছাত্রীর সাবিহা নামের এক বান্ধবী হিসাবে একেবারে ভিন্ন রান্নার রেসিপি দেখার কথা বলে গভীর রাতে ফেসবুক ম্যাসেঞ্জারে একটি নিউজ র্পোটালের লিঙ্ক পাঠিয়ে দেন। আনন্দে উৎফুল্ল হয়ে সুর্বনা লিঙ্কে ক্লিক করলেই দেখলেন ফেসবুক লগ আউট হয়ে হয়ে গেছে। সে চিন্তা করলো হয়তোবা কোথাও ভুল হয়েছে ।
সে পুনরায় ফেসবুকের হোম পেজে ফোন নাম্বার ও পাসওয়ার্ড টাইপ করেন। কিন্তু ফেসবুকে আর ঢুকা সম্বভ হয়না । কয়েক মূহুর্তেই হ্যাক হয়ে গেল সুর্বনার একাউন্টটা। প্রিয় বান্ধবী এমন কাজ করতে পারে? প্রচন্ড রেগে বান্ধবীকে কড়া কথা শোনাবে বলে ফোন করে জানতে পারে ঘন্টা খানেক পূর্বে তাঁর বান্ধবীর আইডিটিও ছিনতাই হয়ে গেছে। একই কায়দায় হ্যাকার তাঁর ঘনিষ্ট ব›ধুদের ফাঁদে ফেলছেন। আর বিকাশে প্রতারকরা পরিচিত নাম্বার দিয়ে বিকাশে টাকা দাবী করছে। মহা বিপদের সম্মুখীন হলেন সুর্বনা অজানা এক ভয় তাঁকে ঘিরে ধরলো টাকার জন্য নয় , মনের মানুষের সঙ্গে প্রতিরাতের কত কথোপকোথনই না রয়েছে ম্যাসেঞ্জারে ।
তদসহ ব্যাক্তিগত মূহুর্তের আদান প্রদান। এগুলো হ্যাকারদের হাতে পড়ে তারা যদি ফাঁস করে দেয়, ভয়ে বুক কেঁপে উঠে সুর্বনার। মনের মানুষটিকে সবকিছু জানালেন । সবাই নামলেন আইডিটি উদ্ধার করতে । কিন্তু হ্যাকার সুর্বনা আর সাবিহার আইডিতে প্রবেশের সব তথ্য বদলে ফেলায় এবং ফেসবুক কোন রিকোভারী নাম্বার না থাকায় কিছুই করা হলোনা । আইডি টি আর উদ্ধার করা হলো না।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com