একের পর এক মাইলফলক গড়েই চলেছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে মোহাম্মদ নবীর উইকেট শিকার করে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব।
বাঁ হাতি এই অলরাউন্ডারের আগে টি-টোয়েন্টিতে ৩৫০ উইকেট লাভের কীর্তি অর্জন করেছেন মাত্র তিনজন। ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গার পর এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সুনীল নারাইন। চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এই কৃতিত্ব গড়লেন সাকিব আল হাসান। সুনিল নারাইনের পর দ্বিতীয় স্পিনার এবং প্রথম বাঁ হাতি স্পিনার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
এছাড়াও ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি তে ৪৫০০’র বেশি রান ও ৩৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন সাকিব আল হাসান। ডোয়াইন ব্রাভোর রেকর্ডে ভাগ বসালেও ম্যাচের দিক থেকে এগিয়ে আছেন সাকিব। দ্রুততম সময়ে এই রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। ৪৫০ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন ব্রাভো। অন্যদিকে ৩০২ ম্যাচ খেলে এই কীর্তি গড়লেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের চেয়ে ২৬ উইকেট বেশি নিয়ে শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন সুনীল নারাইন। আর ৩৮৪ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন মালিঙ্গা। দ্বিতীয়স্থানে থাকা লংকান এই ক্রিকেটারের চেয়ে ১০৫ উইকেট বেশি নিয়ে তালিকার শীর্ষে অবস্থান ব্রাভোর।
Development by: webnewsdesign.com