সরকারের ডেল্টা প্ল্যান (দীর্ঘমেয়াদী, একক এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা) অনুযায়ী দেশের সকল নদী খননের সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে অব্যাহত নদীয় ভাঙনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। বৈঠকে কমিটি সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী ও মো. ফরিদুল হক খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের জানান, বৈঠকে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখা, অতি ঝুঁকিপূর্ণ নদী ভাঙন চিহ্নিত এলাকায় পরবর্তী বছর বন্যা মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি গ্রহণ এবং ডেল্টা প্ল্যান অনুযায়ী সকল নদী খননের মাধ্যমে নদীর প্রবাহ ধরে রাখার সুপারিশ করা হয়েছে।
কমিটি সূত্র জানায়, বৈঠকে ফরিদপুর জেলার আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প, যশোর জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলাধীন নদী সমূহ ও পার্শ্ববর্তী খালগুলোর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প এবং দিনাজপুর জেলার খানসামা উপজেলার বিভিন্ন স্থানে আত্রাই নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধ ও নদীর তীর সংরক্ষণ প্রকল্পসমূহের অগ্রগতি তুলে ধরা হয়।
Development by: webnewsdesign.com