ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে দুই দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে টেকনাফ জেটি থেকে চারটি পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে দুপুর ১২টার দিকে স্থানীয় সতর্কসংকেত প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে টেকনাফ জেটি থেকে ছেড়ে যাওয়া চারটি জাহাজ নিরাপদে সেন্ট মার্টিন পৌঁছে গেছে।
এর আগে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে গত শনিবার বিকেলে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করে। এরপর দুর্ঘটনা এড়াতে টেকনাফ-সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন-কক্সবাজার ও সেন্ট মার্টিন-চট্টগ্রাম—এই তিন নৌপথে চলাচলকারী সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল উপজেলা প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, সতর্কসংকেত প্রত্যাহার করায় আবার পর্যটকবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। এতে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়া দেড় হাজার পর্যটক এখন ফিরে আসতে পারবেন। আজ দুপুরে টেকনাফ থেকে পর্যটকবাহী চারটি জাহাজে ৭৭৮ জন পর্যটক সেন্ট মার্টিনে বেড়াতে গেছেন।
ইউএনও পারভেজ চৌধুরী বলেন, সতর্কতা সংকেত প্রত্যাহারের পর সেন্ট মার্টিনের সঙ্গে তিনটি নৌপথের জাহাজ চলাচলে আর কোনো বাধা নেই। তবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Development by: webnewsdesign.com