চা অধ্যুষিত এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন ঢাকা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হক।
এদিকে মৌলভীবাজার জেলা সদরসহ সাতটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শীত, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের দাপট বেড়েই চলছে। দিনের বেলা কুয়াশা তেমন না থাকলেও থাকছে শীতের তীব্রতা। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে শীতে শ্রীমঙ্গলের চা বাগানগুলোর শ্রমিকরা শীতবস্ত্রের অভাবে পড়েছেন চরম দুর্ভোগে।
Development by: webnewsdesign.com