ব্রেকিং

x

শ্রীপুরে নেক ব্লাস্টের আক্রমনে সোনালী ধানের ব্যাপক ক্ষতি

বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ | ১২:৩৫ অপরাহ্ণ | 1235 বার

শ্রীপুরে নেক ব্লাস্টের আক্রমনে সোনালী ধানের ব্যাপক ক্ষতি

গাজীপুরের শ্রীপুরে ধান কাটার ঠিক আগ মুহূর্তে নেকব্লাস্ট (ধানের গলা পচা রোগ) প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্থানীয় কৃষি বিভাগের লোকজন মাঠে থেকে নানা পরামর্শ দিলেও কৃষকের দুশ্চিন্তা কাটছে না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রোরো মৌসুমে শ্রীপুরের একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ১২১৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এ মৌসুমে ধানের ভাল ফলন হলেও হঠাৎ করে উপজেলার বিভিন্ন এলাকায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।



এ রোগটি মূলত একধরণের ছত্রাকবাহী, মাঝে মধ্যে বীজ থেকেও তা দেখা দেয়। ধান গাছকে তিন ভাবে আক্রমণ করে থাকে নেকব্লাস্ট নামের রোগটি, প্রথমে পাতায় পরে কান্ডে ও সর্বশেষ গাছের ঘাড়ে। তবে সর্বশেষ স্তরের আগে এ রোগটি দেখা দিলে দমন করা সম্ভব।

এ ছাড়াও ধানের জমিতে এ রোগটি দেখা দেয়ার সাথে সাথে দমন ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করলে রোগটি থেকে ধানের গাছকে রক্ষা করা যায়। প্রতিকূল আবহাওয়াও এ রোগটি বেড়ে উঠার ক্ষেত্রে সহায়তা করে। চলতি মৌসুমে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া, তেলিহাটি, গোদারচালা মাওনা ইউনিয়নের মাওনা গ্রাম, রাজাবাড়ি ও প্রহলাদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ রোগের প্রাদুর্ভাব বেশী দেখা দিয়েছে।

টেংরা গ্রামের দরিদ্র রিকশাচালক আব্দুল হামিদ জানান, আমি ৩৫ শতাংশ জমি বর্গা নিয়ে বোরো ধান চাষ করেছি। কিন্তু হঠাৎ দেখি ধানের শীষ সাদা হয়ে গেছে। পরে কৃষি বিভাগের লোকজন ঔষধ লিখে দিলে তা স্প্রে করেছি। কিন্তু তাও বন্ধ হয়নি। কয়েকদিনের মধ্যে তাঁর পুরো ধান ক্ষেত সাদা হয়ে গেছে।

গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের আরিফুল ইসলাম জানান,কৃষি বিভাগের পরামর্শ মতে ছত্রাকনাশক ছিটিয়েও ধান গাছকে রক্ষা করা যাচ্ছে না। সব ধানের জমিতে ধান চিটা হয়ে যাচ্ছে।

একই গ্রামের আলালউদ্দিন জানান, অনেক কষ্ট করে ধার দেনার মাধ্যমে তিন বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলেন, কিন্তু এ রোগে তাঁর পুরো ধান ক্ষেতেই চিটা বের হচ্ছে। সামনে এখন শুধুই অন্ধকার।
প্রহলাদপুর ইউনিয়নের দমদমা গ্রামের কৃষক মোতাহার হোসেন জানান, ধানের পরিচর্যা শেষ করে যখন কৃষক নতুন দিনের স্বপ্ন দেখছেন, তখনেই দেখা গেল ধানের শীষগুলোতে থাকা ধানগুলো চিটা হয়ে যাচ্ছে। পরে জানতে পারলেন এটি নেকব্লাস্টের আক্রমণ।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুয়ীদ উল হাসান জানান, বৈরী আবহাওয়া যেমন দিনে গরম ও রাতে ঠান্ডার ফলে ধান চাষের শেষ মুহূর্তে এ রোগটি দেখা দিয়েছে। যদিও তা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। স্থানীয় কৃষি বিভাগ এ রোগের প্রাদুর্ভাব থেকে কৃষকের ধান গাছ রক্ষায় মাঠে থেকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com