ব্রেকিং

x

শ্রীপুরে নিরীহ কৃষকের জমি আত্মসাতের অভিযোগ

মঙ্গলবার, ০৫ জুন ২০১৮ | ১২:১৭ অপরাহ্ণ | 1095 বার

শ্রীপুর উপজেলার পাথার পাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র মোঃ মাইনউদ্দিনের ১একর ৫৭শতাংশ জমি একই এলাকার আনোয়ার গংরা জোরপূর্বক দখল করে মাটি ভরাট করছে। এ বিষয়ে মাইনউদ্দিন শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন বলে জানান কিন্তু, স্থানীয় প্রভাবশালীদের দাপটে সে এখন বাড়ী থেকে বের হতে পারছে না। তার জমিতে এখন বালি ভরাটের কাজ চলছে। কিন্তু জমিতে বাধা দিতে গেলে তার উপর নেমে আসে অত্যাচার, প্রাণ নাশের হুমকি। নানা ভয়ভীতি দেখিয়ে তাকে হেনস্থা করছে। এ বিষয়ে মাইনউদ্দিন এই পত্রিকার প্রতিবেদকের কাছে বলেন, আমাকে একটি কুচক্রিমহল বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। জোর পূর্বক আমার জমি দখল করে নিচ্ছে। পৈত্রিকসূত্রে আমার জমি বৈধ দলিল পত্র রয়েছে। যার সিএস খতিয়ান ২১২, এসএ খতিয়ান ৮৬৫, সিএস দাগ ৩৭৭, আরএস ৯৩৯, আরএস দাগ ১১৭৩, ১১৭৬, ১১৭৮, ১২৭০, ১২৭৭, ১২৭৯, ১২৮২, ১২৮৫, ১২৮৬, ১২৮৭, ১২৮৮ মোট জমি ৪একর ২০ শতাংশ এর কাতে ১একর ৫৭ শতাংশ জমি তার। বিভিন্ন দলিল মূলে দলিল নং ৪৪৫৮, ৯৬৯৬ কিন্তু নিম্ন উল্লেখিত বিবাদী জবর দখলাকারীরা আমার জমি জবর দখল করে একটি কোম্পানীর কাছে বিক্রয়ের পায়তারা করছে। তারা হলো যথাক্রমে শুকুর আলী, পিতা খবির উদ্দিন, আনোয়ার, পিতা শুকুর আলী, ইয়ার উদ্দিন, পিতা হবির উদ্দিন, মাসুদ, মোফাজ্জল, পিতা আজিজুল, জয়নাল, আজিমউদ্দিন, রহমান, সর্বপিতা হযরত আলী। এছাড়া রাইজউদ্দিন, তাইজউদ্দিন, আইনাল হক, জহিরুল ইসলাম, পিতা মৃত মোক্তার হোসেন। ফজল, মোবারক, কাশেম, হাসেম পিতা মৃত দেলবর হোসেন। মোঃ তাইজউদ্দিন পিতা-মৃত: মোক্তার হোসেন। উল্লেখিত ব্যক্তিরা সঙ্গবদ্ধ হয়ে উক্ত মাইনউদ্দিনের জমি জোর পূর্বক দখলের পায়তারা করছে। এ বিষয়ে উল্লেখিত আনোয়ার হোসেন ও জয়নালের সাথে মুঠোফোনে জানতে চাইলে তারা বলেন, মাইনউদ্দিনের পিতার কাছ থেকে খরিদসূত্রে বিভিন্ন দলিলমূলে মালিক হয়ে আমাদের নামে দলিল পর্চা রয়েছে। আমাদের জমিতে আমরাই বালু ভরাট করছি। মাইনউদ্দিনের এখানে কোনো জমি নাই। উক্ত দাগে মাইনউদ্দিনের শুধু দলিল ও পর্চা মূলে ২৬শতাংশ জমি রয়েছে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৫ অপরাহ্ণ
  • ৬:৪৬ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com