আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুরের শ্রীপুর উপজেলা মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সামাজিক সংগঠন “নবশিখা যুব উন্নয়ন” এর অফিস উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় অফিস উদ্বোধন করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও স্থানীয় সাংসদ পুত্র আলহাজ্ব অ্যাড. জামিল হাসান দূর্জয়। এ সময় শ্রমিক লীগের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
নবশিখা যুব উন্নয়ন সংঘের সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক সোলাইমান হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল বিএ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক আলহাজ্ব অ্যাড. মো. হারুন-অর-রশীদ(ফরিদ), ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শ্রীপুর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সিরাজী, পৌর আ.লীগের সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কমরুদ্দিন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান জামান, গাজীপুর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মজিবর রহমান, সহ-সভাপতি নুরুল ইসলাম ফকির, শ্রীপুর পৌর শ্রমিক লীগের সভাপতি খন্দকার কফিল উদ্দিন, সাধারন সম্পাদক খুরশেদ আলম বেপারি, জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, গাজীপুর জেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জালাল আহম্মেদ, জাতীয় শ্রমিক লীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সহ-সভাপতি ও নবশিখা যুব উন্নয়ন সংঘের সাধারন সম্পাদক সৈয়দ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, গাজীপুর জেলা শ্রমিকলীগের সহ-দপ্তর সম্পাদক ফারুক আহম্মেদ জয়, মাওনা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক ওয়ারেস উদ্দিন জীবন পাঠান, আইন বিষয়ক সম্পাদক আরিফ শেখ, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম, শ্রমিক নেতা রুহুল মৃধা, জুয়েল রানা, আসাদ মিয়া প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলনে জীবন দানকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে মাতৃভাষার ইতিহাস সম্পর্কে আলোচনা করেন অতিথিরা।
Development by: webnewsdesign.com