ব্রেকিং

x

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীদের মানববন্ধন

রবিবার, ০৫ আগস্ট ২০১৮ | ১১:৫৬ পূর্বাহ্ণ | 1139 বার

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং নিরাপদ সড়ক ও নৌ মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপদ সড়কের দাবিতে সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কয়েকটি স্থানে শিক্ষার্থীরা আজ বুধবার আন্দোলনে মহাসড়কে নামে। এর মধ্যে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর উত্তর ও দক্ষিণ পাশে, পল্লী বিদ্যুৎ মোড়সহ আশেপাশের এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নামে বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। বেলা প্রায় দেড়টা পর্যন্ত চলে তাদের আন্দোলন। এর ফলে ওই সময় মহাসড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। তবে শিক্ষার্থীরা কোথাও কোনো ভাঙচুর করেনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের দুর্ভোগের চিত্র তুলে ধরে এবং সার্বিক বিষয় বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।



মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, নিরাপদ সড়ক ছাড়াও ৯ দফা দাবিতে নৌমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, নৌমন্ত্রীকে শুধু ক্ষমা চাইলেই হবে না। তাঁকে নৌমন্ত্রণালয়সহ সড়ক পরিবহনের নেতৃত্ব ছাড়তে হবে।

ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে গাজীপুরে যাওয়ার যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় মাহফুজুর রহমান তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়েন তিনিসহ তাঁর কয়েক সহকর্মী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী লেগুনা গন্তব্যের দিকে না গিয়ে প্রায় ছয় কিলোমিটার দূরে মহাসড়কে নামিয়ে দেয়। পরে তাঁরা প্রায় দুই কিলোমিটার হেঁটে রিকশা নিয়ে বিকল্প পথে গাজীপুরে পৌঁছান। তাঁর মতে, এসবের দ্রুত সমাধান হওয়া উচিত।

গাজীপুরের শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই শহিদুল ইসলাম মোল্লা বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com