গাজীপুরের শ্রীপুরে কেওয়া গ্রামে বীজ নামক এনজিও কর্মচারীর বিরুদ্ধে ঋণ দেয়ার কথা বলে দশহাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পৌরসভার কেওয়া পূর্ব খন্ডের এনজিও প্রতিষ্ঠান বীজ এর সদস্য মাজেদা খাতুন (৪০) এর শ্রীপুর থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, বিজ নামক ঋণদান কারী প্রতিষ্ঠান থেকে এক লক্ষ্য টাকা ঋণ উত্তোলন করার জন্য, ফিল্ড অফিসার মহসীন মিয়া (৩৫)এর কাছে দশ হাজার টাকা জমা রাখেন। কিন্তু সেই টাকা বিজ এর শাখা অফিসে জমা না দিয়ে আজ নয় আগামীকাল, এরকম বিভিন্ন তালবাহানা মূলক কথা বলে প্রায় দুইমাস পার হয়।
অতঃপর ১৯/০৪/১৮ইং বেলা ১১টার দিকে টাকা ফেরত চাইলে দেবেনা বলে সরাসরি অস্বীকার সহ অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারপিট করেন। পরে স্থানীয় লোকজন এবং অন্যান্য সদস্যরা আমাকে উদ্ধার করেন। এরপর আমাকে জখম ও খুন করবে বলে হুমকী প্রদান করেন।
বিজ এর স্থানীয় সদস্য প্রধান মোছাঃ খাদিজা বেগম বলেন, মোছাঃ মজিদা বেগম প্রায় দুইমাস আগে এক লক্ষ্য টাকা ঋণ তোলার জন্য দশ হাজার টাকা জমা রাখেন ফিল্ড অফিসার মহসীন এর কাছে। ঋণ না দেয়ায় সেই টাকা চাইতে গেলে তাদের মাঝে ধস্তাধস্তি হয়।
বিজ এর ফিল্ড অফিসার মহসীন এর সাথে যোগাযোগ করার জন্য অফিসে গেলে তাকে পাওয়া যায়নি।
মুঠোফোনে তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
বিজ এর শ্রীপুর শাখার ব্যবস্থাপক আদিল রাজা বলেন মহসীন এই শাখার একজন ফিল্ড অফিসার, সে ব্যক্তিগত ভাবে শ্রীপুর থানায় অভিযোগ করেছে, এব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষথেকে আমি কিছু বলতে আগ্রহী নই।
শ্রীপুর থানার এস আই মোঃ মহসীন জানান উভয় পক্ষেরই অভিযোগ পেয়েছি, সুষ্ঠু তদন্ত ছাড়া এখন আর কিছু বলা যাচ্ছেনা।
Development by: webnewsdesign.com