শনিবার, ১৪ জুলাই ২০১৮ |
৬:০৫ অপরাহ্ণ | 1009 বার
গাজীপুরের শ্রীপুরে ২৫০ গ্রাম গাঁজা ও ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এই দুজন বিরুদ্ধে ছিনতাই সহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারকৃত দুজন কালিয়াকৈর উপজেলার জামতলা গ্রামের মজিবুর রহমান এর ছেলে শহিদুল ইসলাম (৩২) ও শ্রীপুর উপজেলার ভাংনাহাটী গ্রামের হেলাল শেখ এর ছেলে ফারুক শেখ (৩৫)।
১২ই জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাংনাহাটী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানান, শহিদুল ইসলাম ও ফারুক শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ছিনতাই করে আসছে।
এলাকায় সিএনজি ভাড়া করে সুযোগমতো যাত্রীদের সর্বস্ব কেড়ে নিয়ে জঙ্গলে বেধে রেখে চলে আসে। এদের এই চক্রে গ্রুপভিত্তিক একাধিক সদস্য থাকে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাংনাহাটী থেকে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ৩২ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম এবং ফারুক শেখ কে শুক্রবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।