গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছে। শনিবার ৫এপ্রিল দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মক্কা মদিনা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন মিয়া (২৫) রংপুরের কাউনিয়া উপজেলার হরিরামপুর গ্রামের মশিবরের ছেলে।
সে কেওয়া চন্নাপাড়া গ্রামের সেলিম মিয়ার ভাড়া বাড়িতে থেকে স্থানীয় শাহজাহান স্পিনিং মিলে শ্রমিকের কাজ করতো। স্থানীয় ও বাড়ির মালিক সূত্রে জানা যায়, অফিস থেকে আল-আমিন দুপুরে বাসায় আসে, বাড়ীর উঠানের গাছে আম পাকা দেখে বাড়ির মালিককে বলে কাঁচা বাঁশ দিয়ে আম পাড়তে গেলে বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে বাঁশের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আল-আমিন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আল-আমিন তার স্ত্রীকে নিয়ে এখানে বসবাস করতো। তার স্ত্রী চার মাসের অন্তঃসত্বা ।
Development by: webnewsdesign.com