ব্রেকিং

x

শেখ হাসিনা এক ‘সংগ্রামী উপাখ্যানের নাম’: হাছান মাহমুদ

শুক্রবার, ০৪ অক্টোবর ২০১৯ | ১০:১৫ অপরাহ্ণ | 604 বার

শেখ হাসিনা এক ‘সংগ্রামী উপাখ্যানের নাম’: হাছান মাহমুদ
হাছান মাহমুদ, ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক ‘সংগ্রামী উপাখ্যানের নাম’ হিসেবে বর্ণনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর মতোই তিনিও ক্ষমতার জন্য রাজনীতি করেননি। তা করলে ১৯৮১ সালে দেশে ফিরেই আপসের মাধ্যমে প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। জনগণ ও দেশের জন্য দলকে নিয়ে দীর্ঘ সংগ্রামী পথ পাড়ি দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্জয় সংগ্রামের মধ্য দিয়ে মায়ের স্নেহের ছায়ায় আওয়ামী লীগকে লালন করেছেন। পরপর তিনবারসহ মোট চারবার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এনেছেন।



রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় ‘হাসুমণির পাঠশালা’ আয়োজিত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সূচিকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার অবিস্মরণীয় নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। সাহায্যগ্রহীতা নয়, সাহায্যদাতা দেশ। একসময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে অন্য দেশ সাহায্য করত। এখন বাংলাদেশ অন্য দেশকে সাহায্য করে।

এ সময় নেপালে ভ‚মিকম্পের সেখানে বাংলাদেশ সরকারের ত্রাণ পাঠানোর প্রসঙ্গ তুলে ধরেন মন্ত্রী।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এই উদ্যোগের ভ‚য়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে মতিয়া চৌধুরী ও ড. হাছান মাহমুদ সূচিশিল্পী ইলোরা পারভীনের হাতে সম্মানী চেক হস্তান্তর করেন।

‘হাসুমণির পাঠশালা’র সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে চিত্রকর অধ্যাপক জামাল আহমেদ, অধ্যাপক জুনায়েদ হালিম প্রমুখ বক্তব্য রাখেন।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com