গতকাল সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার স্বামীর পাতা শিয়াল ধরা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মাদাইনগর ,ইউনিয়নের মাদার জানি গ্রামের আব্দুল খালেক শিয়ালের আক্রমন থেকে মুরগী রক্ষার করার জন্য তিনি তাঁর খামারের চারপাশে জি ই তার এর সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখে। সোমবার সকালে তার স্ত্রী মাজেদা(৩৫) অজান্তে সেই ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।
Development by: webnewsdesign.com