ব্রেকিং

x

শাহরুখ খান ষড়যন্ত্রের শিকার: মমতা

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | ৮:৫৯ অপরাহ্ণ | 147 বার

শাহরুখ খান ষড়যন্ত্রের শিকার: মমতা
মুম্বাই সফরে গিয়েই ভাই শাহরুখ খানকে নিয়ে বোন মমতা বললেন, ‘শাহরুখ ষড়যন্ত্রের শিকার।’ ইনস্টাগ্রাম

ভাইয়ের পাশে দাঁড়ালেন বোন। মুম্বাই সফরে গিয়েই ভাই শাহরুখ খানকে নিয়ে বোন মমতা বললেন, ‘শাহরুখ ষড়যন্ত্রের শিকার।’ বলিউডের কিং খানকে ভাই বলে ডাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিং খানের কাছে মমতাও তাঁর বোনের মতো। সেই প্রেক্ষাপটে তিন দিনের মুম্বাই সফরে গিয়ে শাহরুখের কঠিন সময়ের উল্লেখ করলেন ‘দিদি’।

মুম্বাই সফরে গিয়ে দ্বিতীয় দিন সিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেখানে ছিলেন নির্মাতা মহেশ ভাট, গীতিকার জাভেদ আখতার, অভিনেতা শত্রুঘ্ন সিনহা, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, কৌতুকাভিনেতা মুনাওয়ার ফারুকী, সুধেন্দ্র কুলকার্নিসহ অন্যরা।
মমতা বলেন, ‘আমি জানি, মহেশ ভাট ষড়যন্ত্রের শিকার, শাহরুখ খান ষড়যন্ত্রের শিকার। আরও অনেকেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কেউ মুখ খুলতে পারছেন, কেউ পারছেন না।’

গত অক্টোবরে মুম্বাই উপকূলে প্রমোদতরিতে মাদককাণ্ডে নাম জড়িয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খানের। যার জেরে জেলও খাটতে হয়েছে তারকাসন্তানকে। এক মাস পর বাড়ি ফিরেও স্বস্তি নেই। প্রত্যেক শুক্রবারই আদালতের নির্দেশমাফিক আরিয়ানকে হাজিরা দিতে হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর অফিসে।

তিন দিনের মুম্বাই সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখের সেই কঠিন সময়ের কথাই বললেন। বুঝিয়ে দিলেন, তিনি ভাই কিং খানের পাশেই আছেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com