গতকাল দুপুর ১২ টার দিকে ব্যাংকক থেকে আসা থাই এয়ার ওয়েজ ( টিজি৩২১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরনের সময় উড়োজাহাজটির চাকা হঠাৎ করে ফেটে যায়। বিমান বন্দরের উদ্ধার কর্মীরা ফ্লাইটের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেন। এ অবস্থার কারনে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়, প্রায় তিন ঘন্টা বিমান উঠা নামা বন্ধ ছিলো।
Development by: webnewsdesign.com