পার্বত্য জেলা সহ সারাদেশে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার জন্য দেশে শান্তির্পূন সুন্দর পরিবেশ বজায় রাখার উপর জোর দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশে সামাজিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করনই উন্নয়নের পূর্বশর্ত।
সবাইকে মানুষ হিসেবেই দেখতে হবে, কে বাঙালী কে পাহাড়ী এর মধ্যে ভেদাভেদ থাকবেনা। সবার সাথে একই মানুষ হিসেবেই হৃদতাপূর্ন পরিবেশ বজায় রেখে শান্তিপূর্ন ভাবে চলতে হবে। গতকাল গন ভবনে এস এস সি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে বান্দরবান জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থী শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় কালে তিনি এ কথা বলেন।
ভিডিও কনফারেন্সে বান্দরবানের জেলা প্রশাসক মো: আসলাম হোসেন বলেন , এক সময়ের অসমাপ্ত বান্দরবান এখন শান্তিপূর্ন বান্দরবানে পরিবর্তিত হয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে চলছে। সম্প্রতিকালে রাঙামাটিতে ৬ জন খুন হয়েছেন। প্রধান মন্ত্রী বলেন জাতির জনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়ে গেছেন এই দেশকে গড়ে তুলতে হবে মুক্তি যুদ্ধের চেতনায়,ক্ষুদা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসাবে।
শিক্ষার হার বাড়াতে পাবর্ত্যচট্টগ্রামে আবাসিক স্কুল তৈরী পরিকল্পনার কথা বলেন তিনি। প্রধান মন্ত্রী বলেন যোগাযোগ ব্যাবস্থা উন্নত হয়েছে সে কারনে ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত সহজ হয়েছে আবাসিক স্কুলও হয়েছে। সেখান থেকে তারা পড়ালেখা করতে পারছে আরও বেশী আবাসিক স্কুল হলে তাঁদের পড়াশোনার মান আরও ভাল হবে। তাঁরা সেখান থেকে ভালভাবে পড়াশোনা করতে পারবে। আমরাও চাচ্ছি আরও বেশী বেশী আবাসিক স্কুল হোক।
Development by: webnewsdesign.com