ব্রেকিং

x

লোহাগড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | ৭:৩১ অপরাহ্ণ | 401 বার

লোহাগড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় বুধবার(ফেব্রুয়ারি)” বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা ” শীর্ষক জনসচেতনতা প্রচার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, এ্যাসিল্যান্ড রাখী ব্যানার্জী, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, কৃষি অফিসার সমরেন বিশ^াস, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রাণী মজুমদার, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাকটর(ম্যাকানিক্যাল) মোঃ সাজ্জাদ হোসেন, ইন্সট্রাকটর(গার্মেন্টস) তপন বিশ^াস প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারিভাবে বৈধ পথে বিদেশ গমন করলে কোন ঝুঁকি থাকেনা। অবৈধ পথে বিদেশ গেলে অযথা বেশি টাকা লাগে,ঝুঁকি বাড়ে, অনিশ্চয়তায় পড়তে হয়। প্রতারনার শিকার হতে হয়। তিনি সরকারিভাবে বিদেশ গমণে সলকে উদ্বুদ্ধ করেন। এছাড়াও তিনি বলেন, মুজিব বর্ষে আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই। আমার বাড়ি, আমার গ্রাম, আমার শহর, আমার ইউনিয়ন সহ সকল প্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা অভিযানের আওয়তায় নিতে তিনি সকলকে আহবান জানান। হজে¦ গমনে ইচ্ছুক সকলকে উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র সরকারিভাবে যেতে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজে¦ গেলে থাকা, খাওয়াসহ সকল সুযোগ সুবিধা পাওয়া যায়। কোন ভোগান্তিতে পড়তে হয় না। কর্মশালা শুরুর আগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেসবিফিং অনুষ্ঠিত হয়। ##



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com