নড়াইলের লোহাগড়ায় শুক্রবার নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, লোহাগড়া পৌরসভা,লোহাগড়া প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লক্ষীপাশাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, লোহাগড়া থানার ওসি মোঃ আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী বনি আমিন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোজাম খান, দিঘলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুর আলী, বিএনপি নেতা কাজী সুলতানুজ্জামান সেলিম, রবিউল ইসলাম পলাশ, টিপু সুলতান, সেলিম জাহাঙ্গীর, খান মাহমুদ, মুসা মুল্লা, সাইফুল্লাহ মামুন উপস্থিত ছিলেন।
এদিকে, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি শিমুল হাসানের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও লোহাগড়া সাংবাদিক ইউনিটির নবনির্বাচিত সভাপতি সরদার রইচ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক মোঃ মনির খানের আয়োজনে ভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে।
Development by: webnewsdesign.com