ফরহাদ হোসেন ফখরুল: “ আমার সাথে রাজনীতিকভাবে মোকাবেলা করুন। আমি বাগুর গ্রামের মাদক নির্মূল কমিটির সভাপতি। বাগুর তথা দেবিদ্বারবাসী জানে কে এই লিটন সরকার। মাদকের বিরুদ্ধে সংগ্রাম করে বাগুর এলাকা থেকে মাদক নির্মূল কমিটির সদস্যদের ও গ্রামবাসিদের সাথে নিয়ে মাদক ব্যাবসায়ীদের আইনের হাতে তুলে দিয়েছি। কিছু কুচক্র মহল আমাকে হেয়প্রতিপন্ন ও রাজনীতিক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য ঢাকা রিপোর্টাস ইউনিটে সংবাদ সম্মেলনে মাদক ব্যাবসয়ী বলে মিথ্যাচার করছে”। হুমায়ূন মাহমুদ ও ভিপি কামাল নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন “ যখন আপনাদের সাথে রাজনীতি করছি। দীর্ঘ ১৫ বছর রাজনীতি করেছি আপনাদের সাথে তখন ত আমি মাদক ব্যাবসয়ী ছিলাম না। অপপ্রচার বন্ধ করুন। আপনারা সাংবাদিক জাতির বিভেক আপনাদের সম্মুখে আমি আমার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি”।
সমবার (২৮ শে মে) দেবিদ্বার বাগুর এলাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা সদস্য লিটন সরকার সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই বক্তব্য উন্মুচন করেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য শাহজাহান সরকার, ছাত্রলীগ নেতা আবু কাউছার অনিক ও মাদক নির্মূল কমিটির সাধারন সম্পাদক মফিজ উদ্দিন সরকার, ব্যবসায়ী নজরুল ইসলাম, শহীদুল্লাহ মেম্বার, শাহ জালাল প্রমুখ।
প্রত্যাক বক্তাদের একটাই দাবী লিটন সরকার মাদক ব্যাবসয়ী না ও কোন প্রকার মাদকের সাথে জড়িত না।
লিটন সরকারের স্ত্রী মোসা: লাভলী সরকার স্বামীর নিরাপত্তার জন্য গত ২৬/০৫/২০১৮ইং দেবিদ্বার থানায় একটি সাধারন ডায়েরী (ডায়েরী নং- ১২০০/১৮) দায়ের করেন।
গত ২৩ মে বুধবার বরকামতা ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে হামলা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছিড়া বেশ কয়েকজন মারাত্মক আহত হওয়ার ঘটনা ঘটে । এ ঘটনাকে কেন্দ্র করে রোববার(২৭ শে মে) ঢাকার রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ । এই সম্মেলনে বেশ কিছু নেতা বক্তবে লিটন সরকারকে মাদক ব্যাবসয়ী হিসেবে অপবাদ ও সমালোচনা করেন।
সেই সংবাদ সম্মেলনের বক্তব্যকে পাল্টা জবাব দিতে সোমবার (২৮ শে মে) লিটন সরকারও সংবাদ সম্মেলন করেন।
Development by: webnewsdesign.com