ব্রেকিং

x

লাফিয়ে লাফিয়ে বাড়ছে শীতকালীন সবজির দাম

শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ | ৮:২৬ অপরাহ্ণ | 585 বার

লাফিয়ে লাফিয়ে বাড়ছে শীতকালীন সবজির দাম

গেল সপ্তাহের মতো এ সপ্তাহেও বাজারে ফের বেড়েছে শীতকালী সবজির দাম। সবজিভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন স্থান থেকে সবজিবাহী গাড়ি ঢাকা আসতে না আসায় ফের দাম বেড়েছে সবজির।

এদিকে ক্রেতাদের অভিযোগ সরকারের বাজার মনিটরিংয়ের অভাবে বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়িয়ে যাচ্ছেন।



শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর, মহাখালী কাঁচা বাজারে ঘুরে এ তথ্য পাওয়া যায়।

বাজারে প্রতিকেজিতে শিম ৫০ থেকে টাকা, গাজর ৬০ থেকে ৭০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, আকারভেদে বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৮০-১০০ টাকা, কাকরোল ৭০ টাকা, বেগুন ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, শসা ৭০ টাকা, কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মাছের দাম গত সপ্তাহের মতো রয়েছে। বাজারে প্রতিকেজি ইলিশ ৯০০ থেকে ১০০০ টাকায়, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, আকারভেদে রুই ২৬০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকা, কৈ ১৮০ থেকে ২২০ টাকা, কাতল ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের দামের মতো মাংসের দামও এ সপ্তাহে অপরিবর্তিত রয়েছে। এসব বাজারে প্রতিকেজি ব্রয়লার ১২৫ থেকে ১৩০ টাকা, লেয়ার ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৩০ থেকে ৫৫০ টাকা, খাসি ৭৫০ থেকে ৮০০ টাকায়।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৪:০৬ অপরাহ্ণ
  • ৫:৪৯ অপরাহ্ণ
  • ৭:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com