যুক্তরাজ্যে বৃহস্পতিবার বৈঠক করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। কমনওয়েলথ শীর্ষক সম্মেলনের ফাঁকে বিকালে বার্তা সংস্থা লন্ডনের ল্যাংকোষ্টার হার্ডজে এই বেঠক অনুষ্ঠিত হয়। ইউ এন বি জানায়, বৈঠকের বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক তিনি জানান দুই প্রধান মন্তীর আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট ও তিস্তার বিষয়টিও ছিল। বৈঠকে প্রধান মন্ত্রীর সংগে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশর গোখলে। এ মাসেই ঢাকা সফরের সময়ে ভারতের পররাষ্ট্র সচিব নিশ্চিত করেছিলেন যে, লন্তনে দুই নেতার সংগে বৈঠক হবে। শেখ হাসিনার সঙ্গে বৈঠকের ২টি ছবি দিয়ে নরেন্দ্র মোদি টুইট করেন। ভারত বাংলাদেশ সম্পর্কে আরও জোরদারে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
Development by: webnewsdesign.com