ব্রেকিং

x

র‍্যাবের সদর দপ্তরে জিজ্ঞাসাবাদে অভিনেতা ইমন

মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ | ৯:০৩ অপরাহ্ণ | 136 বার

র‍্যাবের সদর দপ্তরে জিজ্ঞাসাবাদে অভিনেতা ইমন
চিত্রনায়ক ইমন

তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানের ফোনালাপ ফাঁসের ঘটনায় ইমনকে র‍্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গতকাল গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার বিকেলে ইমনকে র‍্যাব সদর দপ্তরে ডেকে নেওয়া হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে কীভাবে ছড়িয়ে পড়ল, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মুরাদ হাসানের করা অশ্লীল মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছিল। এর মধ্যে গত রোববার রাতে ফেসবুকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সঙ্গে অভিনেত্রী মাহিয়া মাহি ও ইমনের একটি কল রেকর্ড ফাঁস হয়। সেখানে মুরাদ হাসানকে চিত্রনায়িকাকে ‘অশ্লীল’ কথাবার্তা বলতে শোনা যায়। এ ঘটনার পর মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অপসারণের দাবি জোরালো হয়। এরপর গতকাল সন্ধ্যায় তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ফাঁস হওয়া ওই অডিওর বিষয়ে জানতে চাইলে গতকাল চিত্রনায়ক ইমন বলেন, মুরাদ হাসান অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে এমন ভাষায় কথা বলেছেন, সেটি তিনি জানতেনই না।

ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে ইমনকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে ডেকে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com