বিমানে যুক্ত হওয়ার অপেক্ষায় থাকা চারটি বিমান বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের নকশা ও তৈরিতে যুক্ত রয়েছেন বাংলাদেশি ডিকাইনার আরিফ রেজা।
তার নেতৃত্বে রয়েছে বোয়িংয়ের বিমান নকশা ও প্রকৌশলের বিশাল দল্ বুয়েট থেকে পাস করা এই বাংলাদেশি তরুন যুক্তরাষ্ট্রের সেরা এরোনটিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেনঅ প্রবাস জীবনে দারুন অর্থ কষ্ট মেটাতে দিন রাত কাজ করেছে।
রেষ্টুরেন্টে, মুদির দোকানে, টোয়িং কোম্পানিতে (গাড়ি টেনে নেওয়ার কাজ) লড়াই করেছেন অধরা স্বপ্নকে ছুতে।
বিমান বানানোর সেই স্বপ্ন তার পুরন হয়েছে। মেধাবী আরিফ রেজা আজ যুক্তরাষ্ট্রের সেরা বিমান নির্মাতা মোম্পানি বোয়িংয়ের সিনিয়র লিড।
অত্যাধুনিক বিমান তৈরির নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের নাম ছড়িয়ে দিয়েছেন গোটা বিশ্বে।
Development by: webnewsdesign.com