ব্রেকিং

x

রাস্তার পাশের দোকানগুলোতে খোলা পানি পান করতে আমরা কি সচেতন ?

মঙ্গলবার, ০৮ মে ২০১৮ | ৫:৩৬ অপরাহ্ণ | 1261 বার

রাস্তার পাশের দোকানগুলোতে খোলা পানি পান করতে আমরা কি সচেতন ?

গ্রীস্ম মৌসুমে প্রচন্ড গরমে তৃষ্ণায় বুক ফেটে যায়। পানির পিপাসায় ছটফট করে মন। তৃষ্ণা মেটাতে কত মানুষ একটু স্বস্তির জন্য চলতি পথে নানা ধরনের পানীয় পান করেন। পথের পানিতে সাময়িক স্বস্তি মিললেও অপরিশোধিত জীবাণু যুক্ত পানি ও অপরিছন্নতার কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হন অসংখ্য মানুষ। শুধু তৃষ্ণা মেটাতে নয় জন্ডিসের মত রোগের জনও আঁখের রস খাওয়ার প্রবনতা আছে। ডাক্তারী মতে জন্ডিস কোন রোগ নয় । এটি রোগের লক্ষণ। জন্ডিস হলে বিশুদ্ধ পানি ও খাবার খেতে হবে। দেশে আঁখের রস জন্ডিসের বহুল প্রচলিত একটি ঔষধ। রাস্তার পাশে যে দূষিত পানিতে আঁখ ভিজিয়ে রাখা হয়। সেই পানি মিশ্রিত আঁখের রস খেলে হেপাটাইটিস এ বা ই ভাইরাস মানুষের শরীরে ছড়াতে পারে। অথচ এ ব্যাপারে পথচারী সাধারন মানুষ মোটেও সচেতন নয়।
অভিবাকদের পাশাপাশি স্কুলের শিশুদেরও খাওয়ানো হচ্ছে এ সব বিপদজনক পানীয়।
এ বিষয়ে একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘আমাদের অবশ্যই রাস্তার পাশে খোলা ও ধুলাবালী মিশ্রিত পানি পান করা থেকে বিরত থাকতে হবে ও অন্যদের সচেতন করতে হবে’।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com