রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায়, তাহলে দেশটিকে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-এর শীর্ষ কূটনীতিকদের এক সম্মেলনে এমন হুঁশিয়ার উচ্চারণ করেছেন লিজ ট্রাস। আজ সোমবার আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইংল্যান্ডের লিভারপুল শহর স্থানীয় সময় রোববার ওই বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক জিডিপির ৫০ শতাংশের অংশীদার জি-৭ জোটভুক্ত দেশগুলো ঐক্যবদ্ধভাবে বার্তা দিচ্ছে যে যদি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালায়, তাহলে দেশটিকে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে।
প্রাচ্য ও পাশ্চাত্যের সম্পর্কের ক্ষেত্রে সংকটের একটি কেন্দ্র হয়ে উঠেছে ইউক্রেন। পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেন সীমান্তে রাশিয়া লাখো সেনার সমাবেশ ঘটিয়েছে। এখন তারা ইউক্রেনে বড় পরিসরে সম্ভাব্য একটি সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমাদের এমন অভিযোগের মধ্যে রাশিয়াকে হুঁশিয়ারি দিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।
মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন হলো, আগামী বছরের শুরুর দিকে ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে থাকতে পারে রাশিয়া। এ জন্য ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় ১ লাখ ৭৫ হাজার সেনা মোতায়েন করেছে।
তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন। মস্কো বলছে, রাশিয়া বিদ্বেষী রোগে আক্রান্ত হয়েছে পশ্চিমা দেশগুলো।
মস্কোর পক্ষ থেকে আরও বলা হচ্ছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণবাদী নীতি রাশিয়াকে হুমকির মুখে ফেলেছে।
রাশিয়াকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারির পর জি-৭ জোটের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এই বিবৃতির একটি খসড়া অনুলিপি পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক তৎপরতার নিন্দা জানিয়ে উত্তেজনা বন্ধের আহ্বান রয়েছে।
বিবৃতির খসড়ায় বলা হয়েছে, ইউক্রেনে নতুন করে সামরিক আগ্রাসন চালালে তার ভয়ানক পরিণতি ও চরম মূল্য সম্পর্কে রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয়। ইউক্রেনসহ অন্য যেকোনো দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে তারা আবার তাদের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করছে।
Development by: webnewsdesign.com