বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮ |
৪:০৮ অপরাহ্ণ | 1381 বার
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত নিলামে তিনশ বছর ধরে ইউরোপের বিভিন্ন রাজপরিবারে ব্যবহৃত বিরল একটি নীল হীরা ৬৭ লাখ ডলারে নিলামে বিক্রি হয়েছে। ভারতের খনি থেকে উত্তোলিত ৬ দশমিক ১ ক্যারেটের হীরা খন্ডটি ১৭১৫ সালে পারমার ডিউক কন্যার বিয়েতে উপহার দেওয়া হয়েছিল।