গতকাল ভোর ৫ টার দিকে রাজধানীর পল্টন মোড়ে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে এক ব্যাক্তি নিহত ও আরও সাত ব্যাক্তি আহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম মিজান কাজী (৪০) তিনি চাঁদপুর সদরের মৃত আ: খালেকের ছেলে। আহতরা হলেন, সালাহউদ্দিন রাকিব,জয়নাল,সুদীপ্ত চন্দ্র,রিফাত ও মরন চান। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মিজানের স্ত্রী শিবলী খাতুন বলেন, মিজান শিখর পরিবহনের চালক ছিলেন। এজন্য কাজের সন্ধানে মিরপুর যাচ্ছিলেন। বতর্মান তিনি বেকার ছিলেন। বতর্মান তাদের বাসা ১/৭/১/ পূর্ব বাসাবো ওয়াসা রোড সবুজ বাগে। ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,ভোরে পল্টন মোড় এলাকায় সদর ঘাট গাজীপুর রুটে চলাচল কারী সুÑপ্রভাত পরিবহণ ও মিরপুর যাত্রাবাড়ী রুটে চলাচলকারী বেষ্ট ট্রান্সপোর্ট এলায়েন্স বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। পথচারীরা আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন । ভোর সাড়ে ৫ টায় চিকিৎসক মিজানকে মৃত ঘোষনা করেন।
Development by: webnewsdesign.com