ব্রেকিং

x

রাজধানীতে সহকর্মীদের মুক্তির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | ৮:৫০ অপরাহ্ণ | 167 বার

রাজধানীতে সহকর্মীদের মুক্তির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
বিক্ষোভ করছেন কারখানার পোশাকশ্রমিকেরা ফাইল ছবি

গ্রেপ্তার হওয়া পোশাকশ্রমিকদের মুক্তির দাবিতে আজ শনিবার সকাল ৯টা থেকে দেড় ঘণ্টা মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ শনিবার সকাল ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর ১৩ নম্বরে সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে তাঁদের সহকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা মিরপুর ১৪ নম্বরের দিকে রওনা হন। এ সময় পুলিশ রাস্তায় ব্যারিকেড দেয়। দেড় ঘণ্টা এ অবস্থা চলার পর মিরপুর ১০ নম্বর থেকে কাজীপাড়া ও ১৩ নম্বর দুদিকের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টার পর বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পাঁচ শ্রমিককে মালিকপক্ষের ‘মারধরের’ প্রতিবাদ ও বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মিরপুরের পোশাকশ্রমিকেরা কচুক্ষেত, মিরপুর ১৩ ও ১৪ নম্বরের প্রধান সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। গত বুধবার তাঁরা মিরপুর ১৪ নম্বরে চারটি পোশাক কারখানা ভাঙচুর চালান, একটি পোশাক কারখানার ১০ কর্মকর্তাকে মারধর করে জখম করেন।



এ ছাড়া তাঁরা ওই দিন মিরপুর ১৪ নম্বরে নোটারি স্কুল অ্যান্ড কলেজের কাছে স্থানীয় একটি আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে আগুন দেন। ওই দিন পোশাকশ্রমিকেরা মিরপুর ১০ নম্বরে ট্রাফিক পুলিশের বক্সেও ভাঙচুর চালান। এসব ঘটনায় কাফরুল থানায় পৃথক পাঁচটি ও ট্রাফিক বক্স ভাঙচুরের ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজ বিকেলে বলেন, ভিডিও ফুটেজ দেখে পাঁচ মামলায় এখন পর্যন্ত ১০ পোশাকশ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মুক্তির দাবিতে আজ সকালে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com