শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ‘বিষেশ ট্রাফিক পুলিশ সপ্তাহ’ ঘোষনা করে ঢাকা মহানগর পুলিশ( ডিএমপি)। এবার বিশেষ এই সপ্তাহে পুলিশের সহায়তায় পাশে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরাই। তবে এটি আন্দোলনের ব্যানারে নয়, সংগঠনের ব্যানার ও বিশেষ পোষাকে। ট্রাফিক পুলিশকে সহায়তা করতে রাস্তায় নেমেছেন রোভার স্কাউটসের অন্তত ২০০ সদস্য। তারা রাজধানীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে অবস্থান নিয়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া , ট্রাফিক সিগন্যাল মেন চলা,দৌড়ে রাস্তা পার না হওয়া,ফুট ওভার ব্রীজ ও আন্ডারপাস ব্যাবহার করা সহ নানা ধরনের নিয়ম মেনে চলাফেরা করতে সাধারণ মানুষদের উদ্ভুদ্ধ করছেন। ঢাকাসহ সারাদেশে রবিবার শুরু হয়েছে ‘বিশেষ ট্রাফিক সপ্তাহ’
Development by: webnewsdesign.com