মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮ |
২:৫২ অপরাহ্ণ | 1005 বার
গত রবিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে হাজী চিনু মিয়া লেন,টেক্কাপাড়া ও আজিজ মহল্লা রোড থেকে ৫০০ পিস ইয়াবা সহ র্যাব -২ চার মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন শাহ আলম(১৯), রকি খান (১৮) মেহেদী হাসান বাপ্পী (২০),ও শাওন হাওলাদার (১৯)।