বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ |
১:৪৯ অপরাহ্ণ | 1323 বার
বেনাপোল সীমান্ত থেকে ছয় মণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে (বিজিবি )সদস্যরা।
মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ছয় মণ গাঁজা উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি (বিজিবি)।
যশোর ৪৯ (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমাণ গাঁজা ভারত থেকে পাচার হয়ে দেশে আসছে এমন গোপন সংবাদে রঘুনাথপুর (বিজিবি )ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ছয় মণ গাঁজা উদ্ধার করেন।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২২ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।