ব্রেকিং

x

রক্তের মিছিলে ফিলিস্তিন

মঙ্গলবার, ১৫ মে ২০১৮ | ১২:২১ অপরাহ্ণ | 1247 বার

 

 



                                                                  ইতিপূর্বে জেরুসালেমে আমেরিকান দূতাবাস স্থানাস্তর করা নিয়ে বিক্ষোভের ডাক দিয়েছিলো ফিলিস্তিনিরা। সেই বিক্ষোভে ইসরায়েলী বাহিনীর গুলি ও ছুড়ে মারা আগুনে ৫২ জন ফিলিস্তিন নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন ২ হাজারেরও অধিক। এই নিহতদের মধ্যে ১৪ বছরের শিশুও রয়েছে।

তাছাড়া অনেকে ইসরায়েলী ছুড়ে মারা আগুনে দগ্ধ হয়ে মারাও গেছে অনেকে। আলজাজিরা সূত্রে জানা যায় গতকাল সকাল থেকে গ্রেট মার্চ অব রির্টান আন্দোলনে ফিলিস্তিনিরা ইসরায়েলের কাঁটা তাঁরের বেড়া অতিক্রম করার চেষ্টা করলে, ইসরায়েলী বাহিনী আগুন ও গুলি ছুড়ে ফিলিস্তিনিদের হত্যা করে।

ইসরায়েলী নিরাপত্তা বাহিনীর ভাষ্য ১০ হাজার বিক্ষোবকারীকে নিয়ন্ত্রন করতে বিধি মোতাবেক যতটুকু আগুন ছোড়ার নিয়ম আছে ততটুকুই আগুন ছুড়ে মারা হয়েছে। দেড় মাস আগেও ভূমির অধিকার ফিরে পেতে আন্দোলন করে ফিলিস্তিনিরা।

এ সময় থেকে মাঝে মধ্যেই ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। ১৪ ই মে যুক্তরাষ্ট্র ঘোষনা করে তেল আবীব থেকে তাঁদের দূতাবাস জেরুসালেমে স্থানান্তর করবে। জেরুসালেমকে নিজেদের অখন্ড রাজধানী মনে করে ইসরায়েল।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৫ অপরাহ্ণ
  • ৬:৪৬ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com