প্রধান মন্ত্রী গতকাল এস এস এফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এস এস এফ এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা যে মানুষ গুলির জন্য কাজ করে যাচ্ছি সেই মানুষ গুলি থেকে যেন আমরা জন বিছিন্ন না হয়ে যাই, সে দিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই পেশাদারিত্ব ও নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। তিনি এস এস এফের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বে দক্ষতার প্রসংশা করেন্ যুগের সাথে তাল মিলিয়ে চলতে এ বাহিনীকে আগে আধুনিক ও সুসজ্জিত করে গড়ে তোলা হব্ েরোহিঙ্গাদের আশ্রয় দেয়োর পর থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের ভি আইপি অতিথিরা আসছেন। এ সকল ভি আইপিদের নিরাপত্তায় দায়িত্বে যখন এস এস এফকে দেওয়া হয় এবং অতিথিরা যাবার সময় আমার কাছে নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের প্রসংশা করে যান। সে জন্য আমি গর্ব বোধ করি এবং এই বাহিনীর সকল সদস্যদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। এস এস এফের মহা পরিচালক মেজর জেনারেল মোঃ শফিউর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধান মন্ত্রীর উপদেষ্টা, পদস্থ সামরিক-বেসামরিক কর্ম কর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com