মডেল ও অভিনেতা শাহেদ শরীফ খান প্রথমবার একটি যাত্রাপালায় নায়ক চরিত্রে অভিনয় করছেন। তবে তা বাস্তবে নয়, সিনেমায় অভিনয়ের প্রয়োজনে। এটির নাম ‘অসম্ভব’। পরিচালনা করছেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। মানিকগঞ্জের একটি লোকেশনে সিনেমাটির শুটিং চলছে এখন।
এতে অভিনয় প্রসঙ্গে শাহেদ বলেন, যাত্রাপালা আমার প্রিয় একটি বিষয়। আমি অসংখ্যবার যাত্রা দেখেছি। তবে কখনো যে সেই প্রিয় বিষয়টির সঙ্গে আমার সংযোগ ঘটবে, তা আমার পরিকল্পনায় ছিল না। অরুণা দি এতে অভিনয়ের প্রস্তাব দেওয়ার পর চরিত্রটি পছন্দ হওয়ায় কাজ করছি। এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তাতে আমার ভালো লেগেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে এটি।
এদিকে রিয়াজুল রিজুর পরিচালনায় ‘ব্ল্যাক লাইট’ নামের একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন কিছুদিন আগে। এছাড়া ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন। এটিরও সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে।
দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে তার অভিনয় ব্যস্ততা। ভারতের কলকাতার রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় ‘সেনাপতি’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন করোনাকালের আগে। যৌথ প্রযোজনার এ সিনেমাটিও এখন মুক্তির অপেক্ষায় আছে। আর ধারাবাহিক ও খণ্ড নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন শাহেদ।
Development by: webnewsdesign.com