বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ |
৩:৪৪ অপরাহ্ণ | 1268 বার
শার্শায় পিস্তল গুলিসহ সোহানুর রহমান সোহান (২৬) নামে একাধিক মামলার আসামীকে আটক করেছে পুলিশ।
সে দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান জানান, বুধবার ভোরে নাভারন-সাতক্ষীরা সড়কের উপজেলার জামতলা নামক কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছিল এমন গোপন সংবাদে সেখানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে সন্ত্রাসী সোহানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তার নামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠান হয়েছে।