ব্রেকিং

x

ময়মনসিংহের ভালুকা বঙ্গবন্ধুর নৌকাকে ভালোবেসে দীর্ঘ দের বছর ১০টি নৌকা প্রতিক বানিয়েছে উপজেলার পৌরসভার এক নৌকা পাগল ইয়াসিন।

রবিবার, ২০ মে ২০১৮ | ৪:১১ অপরাহ্ণ | 1253 বার

দারুন কারুকার্য খচিত নৌকাগুলো
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখবে বলে
নামঃ ইয়াসিন ৬নং ওয়ার্ড, ভালুকা পৌরসভা।

সিংক (৪)
ময়মনসিংহ আওয়ামীলীগ জেলা সাধারন সম্পাদক
মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন
একজন কাঠমিস্ত্রী সে নৌকাকে ব্যাপক ভালবাসে, জাতির জনককে ভালবাসে, আমাদের মহান নেন্ত্রীকে
ভালবাসে। বিগত দের বছর যাবৎ সে নেতৃকে উপহার দিতে ১০ টি বিশেষ ধরণের কাঠের নৌকা বানিয়েছেন। তার ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকাগুলি উপহার দিবেন। আমি বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবগতি করব।



সিংক (২)
ময়মনংসিংহ জেলার যুবলীগের সম্মানিত সদস্য জহিরুল হক বিল্লাল মেম্বার বলেন নৌকা প্রেমিক তার এক দৃষ্টান্ত ভালুকায় সে ফার্নিচার ব্যবসায়ী হয়ে নিজ হাতে যে এত সুন্দর নৌকা তৈরী করেছেন তার এ নৌকা বানানোর মাধ্যমে সে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাক্ষাত লাভ করে এ শিল্পকলার মাধ্যমে মনের আশা যেন পূর্ণ হয়।

সিংক (৩)
নৌকা পাগল ইয়াছিন বলেন আমি নৌকাগুলো তৈরী করেছি শুধু আমার নেতৃকে এক নজর দেখব বলে আমি বঙ্গবন্ধুর ভক্ত, আওয়ামীলীগ করি, আমি কোন স্বার্থের জন্য নৌকা বানাইনি।

সিংক (১)

জেলা আওয়ামীলীগ নেতা হাজী রফিকুল ইসলাম বলেন
হৃদয়ে যার দেশ প্রেম সে তো নৌকা বানাবেই। সারা বাংলায় নৌকার জোয়ার ইয়াছিন তার প্রমান।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৫ অপরাহ্ণ
  • ৬:৪৬ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com