এই ধরণীতে জন্ম নিয়ে মানুষ পৃথিবীতে আসে। আবার এক সময় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। মৃত্যু বেদনা দায়ক বটে,কিন্তু অসচেতন মৃত্যুর দায়ভার কার? এইতো গতকাল ঢাকায় চাকুরী করতে এসে তিন সন্তানের জনক ময়মনসিংহের হাবিবুর রহমান(৩০),সারাদিন চাকরীর আশায় ঘুরে ঘুরে বাড়ী ফিরতে টঙ্গী ষ্টেশনে ট্রেনের অপেক্ষায় সন্ধ্যায় মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে গাজী বাড়ী এলাকায় রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এরই মধ্যে দ্রুতগামী ট্রেনের হর্ন শুনতে না পেয়ে কাটা পড়ে দ্বি-খন্ডিত হয়ে যায় তার দেহটি। মূহুর্তে শেষ হয়ে যায় সব স্বপ্ন। এভাবে অতীতেও বহু মেধাবী ছাত্র ও সাধারন মানুষ কানে হেড ফোন লাগানোর দায়ে রেল লাইনের উপর ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরন করেছে। এ অসচেতন মৃত্যুর কারনে মা হারিয়েছে সন্তান,স্ত্রী হয়েছে বিধবা এবং সন্তান হারিয়েছে বাবাকে । তাই অসচেতন এই মৃত্যু থেকে পরিত্রান পেতে যত্রতত্র হেড ফোন কানে দিয়ে কথা বা গান শোনার বদ অভ্যাসটা পরিহার করাই শ্রেয়।
Development by: webnewsdesign.com