স্পোর্টস ডেস্ক : ভারতের মাঠে রোহিত শর্মাদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে অতীতে ভারতের মাঠে অজেয় ছিল বাংলাদেশ। সেই না পাওয়ার খড়া কাটালেন মুশফিকরা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ভারতকে ৭ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম। তার ৬০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
তার আগে ভারতের বিপক্ষে প্রত্যাশার চেয়েও ভালো বোলিং করেছেন আমিনুল-আফিফর। এই তরুণদের অসাধারণ বোলিংয়ে ১৪৮ রানে গুটিয়ে যায় শক্তিশালী ভারত। সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েন ওপেনার লিটন কুমার দাস।দলীয় ১০ রানে ফেরেন তিনি। এরপর অভিষিক্ত মোহাম্মদ নাইমকে সঙ্গে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন ওপেনার সৌম্য সরকার। ২৮ বলে ২৬ রান করে ফেরেন নাইম।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯.৪ ওভারে ১৫৪/৩, (ভারত ২০ ওভারে ১৪৮/৬)
আফিফের ফিরতি ক্যাচে ফিরলেন দুবে :
ভারতের হয়ে অভিষিক্ত ব্যাটসম্যান শিভব দুবেকে নিজের বলেই দুর্দান্ত ফিরতি ক্যাচে ফিরিয়েছেন আফিফ হোসেন। অভিষেক ম্যাচে দাবের ব্যাট থেকে এসেছে ৪ বলে ১ রান।
রান আউট হয়ে ফিরলেন ধাওয়ান :
এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা শিখর ধাওয়ান ৪১ রান করে রান আউট হয়ে ফিরেছেন। মাহমুদউল্লাহ রিয়াদের করা ১৫তম ওভারের পঞ্চম বলটি লেগ সাইডে ঠেলে দিয়ে সিঙ্গেলের জন্য দৌড় দিয়েছিলেন তিনি। তবে তাঁকে মাঝ পথেই ফিরিয়ে দেন ঋষভ পান্ত। আর তাতেই রান আউট হয়ে যান ধাওয়ান।
Development by: webnewsdesign.com