ব্রেকিং

x

মুরাদ হাসানের বিরুদ্ধে রাষ্ট্র সংক্ষুব্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ | ৮:৫০ অপরাহ্ণ | 144 বার

মুরাদ হাসানের বিরুদ্ধে রাষ্ট্র সংক্ষুব্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘যদি কেউ সংক্ষুব্ধ হয়, তার তো অধিকার রয়েছে মামলা করার। এটা তো ব্যাপার নয়। আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনি মামলা করবেন।’
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্র মামলা করতে পারত কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে ‘নিরাপদ সড়ক চাই’ আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন, রাষ্ট্র মামলা করবে কেন? রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আগেই কথা বলেছি।’



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com