ব্রেকিং

x

মুজিব বর্ষ পালনে সারা দেশ প্রস্তুত, বিএনপির কর্মসূচি নেই: নাসিম

সোমবার, ০২ মার্চ ২০২০ | ২:৫৯ অপরাহ্ণ | 286 বার

মুজিব বর্ষ পালনে সারা দেশ প্রস্তুত, বিএনপির কর্মসূচি নেই: নাসিম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৪ দল আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ নাসিম।

অতীতের ভুল স্বীকার করে মুজিব বর্ষ পালনে কর্মসূচি ঘোষণা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দলীয় জোট। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন এ জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাধীনতার জন্মশতবার্ষিকী পালনে সারা দেশ প্রস্তুত, অথচ বিএনপির কোনো কর্মসূচি নেই।

আজ রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শেখ হাসিনার নির্দেশ, নারী ও শিশু নির্যাতনে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত সমাবেশে এমন কথা বলেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করেছে, বঙ্গবন্ধুর হত্যার দিনটিতে যারা কেক কেটে জন্মদিন পালন করে, তাদের সঙ্গে কোনো দিন আপস হবে না, হওয়ার সম্ভাবনা নেই। বিএনপির বন্ধুদের বলব, ভুল স্বীকার করে সারা বাঙালি জাতির সামনে মুজিব বর্ষ পালন করে শ্রদ্ধা করেন। তাহলে আপনাদের পাপ বাংলার জনগণ কিছুটা হলেও ক্ষমা করতে পারে।

দিল্লির দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু। রক্তের মধ্য দিয়ে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের সময়ে। তাই মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী আসবেন আমাদের মাটিতে। কোনো সাম্প্রদায়িক শক্তি নাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে। বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার নাম ব্যবহার করে যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপস্থিত সবাইকে হাত তুলে শপথ গ্রহণ করান তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এসব অবক্ষয় সৃষ্টি করে বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জনকে ম্লান করতে চাইছে। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিকা রেখে চলেছেন। নারীদের ক্ষেত্রে অবদানের জন্য তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com