ব্রেকিং

x

মায়ের কোল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯ | ৯:১৫ অপরাহ্ণ | 590 বার

মায়ের কোল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

একটি অনুষ্ঠানে দাওয়াত খেয়ে ব্যাটারিচালিত রিকশায় করে বাসায় ফেরার পথে মায়ের কোল থেকে পড়ে গিয়ে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম খাদিজা (৫)।

আজ শুক্রবার দুপুর আড়াইটার সময় দুর্ঘটনার ঘটনাটি ঘটে রাজধানীর পল্লবী এলকায়।



ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান। তিনি বলেছেন, ‘শিশুটির মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

আজম বলেন, ‘আমাদের অফিসের এক কর্মকর্তা সবুজ সাহেবের স্ত্রীর পুত্র সন্তান হওয়ায় তিনি অফিসের সকলকে নিমন্ত্রণ করেন পূরবী সিনেমা হলের পাশের একটি কমিউনিটি সেন্টারে। সেখান থেকে স্বপরিবারে দাওয়াত খেয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে বাসায় ফিরছিলেন। রিকশায় ছিলেন দুই মেয়ে ও স্বামী স্ত্রী।’

তিনি বলেন, ‘রিকশাটি যখন কালশী রোডে সে সময় ঘুড়ির একটি সুতা চালকের গলায় লাগে, তখন ওই চালক এক হাতে ঘুড়ির সুতা সরানোর সময় রিকশাটিতে ঝাকনি লাগে। এ সময় মা পিয়ারি বেগমের কোলে থাকা শিশু খাদিজা নিচে পড়ে যায়। আরেক শিশু আজিফা (১) ছিল বাবার কোলে।’

শিশুটির বাবা আরও বলেন, ‘পড়ে যেয়ে শিশুটির মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।’

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com